রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে বর্ণিল নবান্ন উৎসব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বর্ণিল নবান্ন উৎসব

গ্রামীণ নারীদের গীত আর নতুন ধানের পিঠা-পায়েশ তৈরির মধ্য দিয়ে নবান্ন উৎসব উদ্যাপন করা হলো চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাবুরঘোন গ্রামে। ১২ বছর ধরে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। নতুন প্রজন্মকে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই স্কুল শিক্ষিকা মমতাজ বেগমের এ আয়োজন। শুক্রবার পুনর্ভবা নদী তীরবর্তী এ গ্রামের এই নবান্ন উৎসব ঘিরে ছিল সাজ সাজ রব। গ্রামের নারীরা বাড়ির আঙিনায় গোল হয়ে বসে হরেক রকমের পিঠা বানান। সবার পরনে ছিল লালপেড়ে হলুদ শাড়ি, মাথায় কাগুজে ফুলের মালা। এতে অংশ নেওয়া নারী ও শিশুরা সারা দিন আনন্দ উৎসবে মেতে ছিলেন। উৎসবে অংশ নেওয়া লেখক ও আইনজীবী রেহেনা বিথি বলেন, এটি খুবই উৎসাহব্যাঞ্জক একটি আয়োজন। আমাদের সন্তানরা মাটির ছোঁয়া পায় না বললেই চলে। এজন্য এ ধরনের গ্রামীণ আয়োজন বেশি বেশি হওয়া প্রয়োজন।

স্থানীয়রা বলেন, এ উৎসব অব্যাহত থাকুক যুগের পর যুগ। গ্রামীণ সংস্কৃতি টিকে থাকুক প্রজন্মের পর প্রজন্ম, শিশুরাও বেড়ে উঠুক গ্রামীণ সংস্কৃতির সঙ্গে।

সর্বশেষ খবর