রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সখীপুরে মাছ ধরা উৎসব

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে মাছ ধরা উৎসব

শিকারিরা শিব জাল দিয়ে মাছ ধরছেন -বাংলাদেশ প্রতিদিন

সখীপুরের ঐতিহ্যবাহী মেদুলী পুকুরে হয়ে গেল মাছ ধরা উৎসব। উপজেলার বড়চওনা চাম্বলতলা গ্রামে গতকাল এ উৎসবে অংশ নেন ৪২ জন শৌখিন মাছ শিকারি। বিভিন্ন এলাকা থেকে মাছ ধরা দেখতে আসেন কয়েক হাজার মানুষ। সরেজমিন দেখা যায়, পার্শ্ববর্তী ঘাটাইল, ফুলবাড়িয়া, ভালুকা এবং সখীপুর উপজেলার শৌখিন শিকারিরা শিব জাল দিয়ে মাছ ধরছেন। ৪-৫ ঘণ্টার মধ্যে প্রত্যেক শিকারি দেশি প্রজাতির প্রায় ৩০-৪০ কেজি মাছ ধরেছেন। সরকারিভাবে ইজারা নিয়ে বিশাল এই পুকুরে মাছ চাষ করেন স্থানীয় নজরুল ইসলাম চৌধুরী। তিনি নামমাত্র মূল্যে টিকিটের বিনিময়ে শৌখিন শিকারিদের নিয়ে মাছ ধরার উৎসবের আয়োজন করেন। জয়নাল মিয়া নামে একজন জানান, অনেক দিন পর মাছ ধরা নিয়ে মজা করলাম। খুব আনন্দ পাইছি। প্রায় ৩৫ কেজি মাছ ধরেছি। নজরুল ইসলাম চৌধুরী বলেন, লাভ-লোকসান যাই হোক শৌখিন মাছ শিকারিদের নিয়ে ভালো সময় কাটল। এলাকার শিশু, নারী-পুরুষ সবাই আনন্দ পেয়েছে। আশা রাখি প্রতি বছর এমন উৎসবের আয়োজন করব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর