রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আওয়ামী লীগ গণমানুষের দল : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিশৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতির পথ বেছে নেবে ভোটাররা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন নিপীড়িত ও নির্যাতিত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দিকদর্শনে দেশ ও মানুষের কল্যাণ করছেন। আওয়ামী লীগ গণমানুষের দল, গরিব-দুঃখী মানুষের দল। গতকাল বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

সর্বশেষ খবর