রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

হাসপাতালে লাশ রেখে পালাল শ্বশুরবাড়ির লোকজন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় শাহীনুর বেগম (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সদর উপজেলার ফাঁটাপুকুরপাড় এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরই শাহীনুর বেগমের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ফেলে পালিয়ে যায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকরা। গৃহবধূ শাহীনুর ফাঁটাপুকুরপাড় এলাকার প্রবাসী ফারুক মিয়ার স্ত্রী। তিনি বুধল পশ্চিমপাড়ার তাজুল ইসলামের মেয়ে।

সদর মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, লাশ মর্গে পাঠিয়েছি। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাবে না।

সর্বশেষ খবর