রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীতে ডুবে এনু মিয়া ভান্ডারী (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার পিপড্ডা-চান্দেরবাগ এলাকায় ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে। এনু মিয়ার বাড়ি উপজেলার শ্রীরামপুর পশ্চিমপাড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি সকালে পিপড্ডা চান্দেরবাগ এলাকায় কাজের সন্ধানে যান। কাজ না পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরছিলেন। নৌকা না পেয়ে সাঁতরে নদী পার হচ্ছিলেন। তখন পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে পরিবারে খবর দেয়। এনু মিয়ার স্ত্রী ও তিন ছেলে রয়েছেন। নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, তার পরিবারের কেউ অভিযোগ করেনি।

সর্বশেষ খবর