রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সুন্দরগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ

গাইবান্ধা প্রতিনিধি

আজ ১০ ডিসেম্বর সুন্দরগঞ্জ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়তে থাকে এখানে। রক্তক্ষয়ী সংঘর্ষে হেরে আগের রাতে পাক বাহিনী পালিয়ে যায়। হানাদার বাহিনীর দোসর রাজাকার, আল-বদর মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বীর মুক্তিযোদ্ধা লায়েক আলী খান মিন্টু জানান, একাত্তরের ৮ ডিসেম্বর গাইবান্ধা মহকুমার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী হলহলিয়া সেতু বোমা মেরে উড়িয়ে দিলে হানাদার বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। শুরু হয় প্রচণ্ড লড়াই। মুক্তিবাহিনীর রণ কৌশলে হানাদার বাহিনী পিছু হটতে থাকে।

সর্বশেষ খবর