রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

তিন সাঁওতাল হত্যার বিচারসহ সাত দফা বাস্তবায়ন দাবি

গাইবান্ধা প্রতিনিধি

তিন সাঁওতাল হত্যা ও গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মের রিক্যুইজিশন করা ১৮৪২.৩০ একর সম্পত্তি আদিবাসীদের ফেরত দেওয়াসহ সাত দফা বাস্তবায়নে দাবি জানানো হয়েছে। গাইবান্ধা প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আহ্বায়ক বান্না টুডু লিখিত বক্তব্যে এ দাবি জানান। এর আগে বিক্ষোভ করেন সাঁওতালরা। অন্য দাবির মধ্যে রয়েছে- আদিবাসী বাঙালিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং আদিবাসী-বাঙালি নারী-পুরুষের ওপর সন্ত্রাসীদের জুলুম ও পুলিশি হয়রানি বন্ধ করা, ১৯৪৮ সালে রিক্যুইজিশন অব প্রোপাটি আইন মোতাবেক যে কাজের জন্য (ইক্ষুচাষ) গ্রহণ হয় তা না করা হলে খেসারতসহ পূর্বমালিক আদিবাসীদের ফেরতের বিধান বাস্তবায়ন, আদিবাসী সাঁওতালদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করা এবং ২০০৪ সালে সুগার মিল বন্ধের পর প্রভাবশালীদের মধ্যে লিজের নামে যে অর্থ আত্মসাৎ ও দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া।

সংবাদ সম্মেলনে বলা হয়, সাঁওতাল হত্যাকাে র দীর্ঘদিন পরও বিচারের বাণী নিভৃতে কাঁদছে। এখনো তারা খুনের বিচার পাননি। বরং তাদের নানা হুমকি দেওয়া হচ্ছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।

সর্বশেষ খবর