রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

হারিয়ে যাওয়ার চার বছর পর ভারত থেকে ফিরল যুবক

লালমনিরহাট প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নিজ বাড়ি থেকে হারিয়ে যাওয়ার চার বছর পর ভারত থেকে নয়ন মিয়া (৩৩) নামে এক যুবক দেশে ফিরেছেন। শুক্রবার বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। হারিয়ে যাওয়ার সময় নয়ন মানসিক ভারসাম্যহীন হলেও বর্তমানে সুস্থ রয়েছে।

বুড়িমারী স্থলবন্দরে নয়ন মিয়াকে হস্তান্তরকালে বিজিবির বুড়িমারী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার হাফিজুর রহমান, স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মুর কবীর ও ভারতের মেখলিগঞ্জ পুলিশের সিএস তালুকদার, আইসি ইমিগ্রেশন চ্যাংরাবান্ধার নেস্ট সি সমীর তামাং, বিএসএফের ইনএসপিআর রাজবীর সিং এবং নয়নের বাবা রহিদুল হক উপস্থিত ছিলেন। পরিবার জানায়, ২০২০ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নিজ বাড়ি থেকে নয়ন নিখোঁজ হয়। এরপর তার বাবা খোঁজ পান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি মানসিক হাসপাতালে নয়ন রয়েছেন।

সর্বশেষ খবর