রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্ত্রীর নগ্নছবি ইমোতে, স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনটে স্বামীকে তালাক দেওয়ায় এক নারীর নগ্ন ছবি ও ভিডিও ইমোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাছিম প্রামাণিক (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার কান্তনগর এলাকা থেকে গতকাল তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে ওই নারী বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। নাছিম প্রামাণিক সিরাজগঞ্জের মানিকপোটল গ্রামের শহিদ প্রমাণিকের  ছেলে। স্বজনরা জানায়, ১২ বছর আগে ঈশ্বরঘাট গ্রামের ওই নারীকে বিয়ে করেন নাছিম। তাদের দুটি মেয়ে রয়েছে।

সর্বশেষ খবর