রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা প্রায় দেড় কোটি টাকা মূল্যের শাড়ি ও প্রসাধনীসামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় এস এ পরিবহনের কাভার্ডভ্যানের চালক দেলোয়ার হোসেন (৫৬) ও তার সহযোগী জুয়েল মাতুব্বরকে (২৬) গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে নারায়ণঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কাজী আকিব আরাফাত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোর রাতে ধলেশ্বরী সেতুর টোল প্লাজার অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটি আটক করা হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা এবং জব্দ করা মালামাল ও কাভার্ডভ্যানসহ গ্রেফতারদের পুলিশের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর