সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঘন কুয়াশায় আট ঘণ্টা ফেরি বন্ধ

মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার তীব্রতা কমে গেলে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। শনিবার রাত ১০টার দিকে কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ১টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে চারটি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে। কুয়াশা কমে গেলে আট ঘণ্টা পর গতকাল সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু করে। আটকেপড়া ফেরির যাত্রী ও শ্রমিকরা প্রচ  শীতে চরম ভোগান্তিতে পড়েন। পাটুরিয়া প্রান্তে সাতটি ও দৌলতদিয়া প্রান্তে একটি ফেরি নোঙর করে রাখা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে প্রচুর যানবাহন পারাপারের অপেক্ষায় থাকে। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজি এম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার তীব্রতা বেড়ে  গেলে  গভীর রাতে ফেরি বন্ধ করে দেওয়া হয়। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১২টি ফেরি চলাচল করে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর