সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

চার বছরেও নিয়োগ হয়নি জনবল, বিচ্ছিন্ন বিদ্যুৎ

নওগাঁ প্রতিনিধি

চার বছরেও নিয়োগ হয়নি জনবল, বিচ্ছিন্ন বিদ্যুৎ

নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি -বাংলাদেশ প্রতিদিন

নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি ভবন উদ্বোধনের চার বছরেও জনবল নিয়োগ হয়নি। বিল বকেয়া থাকায় ভবনটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১০ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি ভবনটি কোনো কাজে আসছে না। নওগাঁ শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতি প্রচার, প্রসার ও সংরক্ষণের জন্য পত্নীতলার নজিপুর পৌরসভা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতি একাডেমি ভবনটি নির্মাণ করা হয়। গণপূর্ত বিভাগের বাস্তবায়নে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৫ সালের ২০ মে। নির্মাণ প্রকল্পের মেয়াদ এক বছর হলেও শেষে হয় ২০১৮ সালের জুনে। ওই বছরের ১ নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ একাডেমি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনতলা ভবনটিতে রয়েছে ৩০০ আসন বিশিষ্ট অত্যাধুনিক অডিটোরিয়াম, অফিস বিল্ডিং, ডরমেটরি, মিউজিয়াম, লাইব্রেরি, সাবস্টেশন এবং ৫০০ আসনের মুক্তমঞ্চ। উদ্বোধনের পর চার বছর পার হলেও কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। ভবনটি দেখভালের জন্য স্থানীয় প্রশাসন একজন অফিস সহকারী ও একজন নৈশপ্রহরী নিয়োগ দিয়েছে। প্রথম দিকে উপজেলা প্রশাসন ও পরিষদ থেকে তাদের মাসিক সম্মানী দেওয়া হলেও দুই বছর ধরে তা বন্ধ। এতে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এদিকে বিল বকেয়া থাকায় ভবনটিতে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎবিভাগ। এক বছরের বেশি সময় ধরে বিদ্যুৎহীন রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি ভবন। সন্ধ্যা নামলেই ভবন ও আশপাশের এলাকায় অন্ধকার নেমে আসে। অন্ধকারের মধ্যেই ডিউটি করতে হয় নৈশপ্রহরীকে। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পত্নীতলার বাসিন্দা নরেন চন্দ্র পাহান বলেন, উদ্বোধনের পর কিছু দিন ভবনটিতে আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম করেছি। দেড় বছর ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ না থাকায় সেখানে কোনো প্রোগ্রাম করতে পারছি না। ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের সাংস্কৃতিক বিকাশে কোটি কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে অথচ ব্যবহার করা যাচ্ছে না- এটা খুবই দুঃখজনক। নওগাঁ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা তাইফুর রহমান বলেন,  বকেয়া বিদ্যুৎ বিলের সমস্যা ছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিটিতে জনবল চেয়ে একাধিকবার সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর