সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

অজ্ঞাত রোগে মরছে গবাদি পশু

দিনাজপুর প্রতিনিধি

বীরগঞ্জে তিন দিনে অজ্ঞাত রোগে ২৫টি গরু ও মহিষের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক খামারিরই ২৩টি। মুখ দিয়ে লালা আসার কিছুক্ষণের মধ্যে মাটিতে পড়ে একের পর এক গরু মারা যাচ্ছে। হঠাৎ অজ্ঞাত রোগে গরুর মৃত্যুতে ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। তাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। জানা যায়, গতকাল পর্যন্ত বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর ঘোষপাড়ার বাসিন্দা গোপাল ঘোষের ২৩টি গরু, গোবিন্দ ঘোষের একটি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে। এ ছাড়া আশপাশের বেশকিছু গরু অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত খামারি গোপাল ঘোষ জানান, গত বৃহস্পতিবার হঠাৎ খামারের কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ে। এরপর রাত থেকে গরুর মুখ দিয়ে লালা পড়া শুরু করে। কিছু বোঝার আগেই একের পর এক গরু মারা যায়। বীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওসমান গণি বলেন, মৃত গরুর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এটি ফুড অ্যান্ড মাউথ রোগের লক্ষণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর