সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মেলায় ১৪ কোটি টাকার গরু বিক্রি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় দুই দিনব্যাপী গরু মেলায় ১৪ কোটি টাকার গরু বিক্রি হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা খামারিরা মেলা থেকে পছন্দ মতো গরু কিনেছেন। এ মেলার মাধ্যমে সম্পর্ক দৃঢ় হওয়ার পাশাপাশি খামারিরা লাভবান হয়েছেন।

বগুড়া ভান্ডার অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব জানান, ২১৬টি স্টলে সারে ৪ শতাধিক গরু প্রদর্শনী ও বিক্রির জন্য আনা হয়েছিল। শুক্রবার ও শনিবার দুই দিনে খামারিরা মোট ১৪ কোটি টাকার গরু বিক্রি করেছেন। এটা এ মেলার সবচেয়ে বড় সাফল্য। আমরা আশাবাদী আগামীতেও এমন মেলার আয়োজন করা হবে। গত শুক্রবার দুই দিনব্যাপী বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলা শুরু হয়। এতে ১৬টি জেলার খামারিরা বিভিন্ন জাতের গরু, মহিষ,  ছাগল, ভেড়া, দুম্বা, বিভিন্ন পোষা প্রাণী নিয়ে মেলায় অংশ নেন। দ্বিতীয় দিন শনিবার সকালে খামারিদের নিয়ে হয় সেমিনার। বিকালে হয় গরুর র‌্যাম্প শো। র‌্যাম্পে গান এবং বিভিন্ন লাইটের আলোর মধ্যে গরুকে হাঁটানো হয়।

সর্বশেষ খবর