বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

তিন দিন পর ধলেশ্বরীতে ভেসে উঠল তিন লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে তিন ব্যক্তির লাশ ভেসে উঠেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশগুলো উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল সকাল ৮টায় আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর গুদারাঘাট এলাকা থেকে ওই তিন লাশ উদ্ধার করা হয়। লাশগুলো হলো- আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. বাবুল মিয়া (৪৭), পুরান গোগনগরের মৃত মতি মিয়ার ছেলে মো. সেলিম (৪০) ও একই এলাকার মৃত মানিক মিয়ার ছেলে জালাল মিয়া (৫১)। বিষয়টি নিশ্চিত করে বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় ১ জানুয়ারি ভোর ৬টার দিকে ডিক্রিরচর গুদারাঘাটে একটি ট্রলারডুবির ঘটনা ঘটে।

ট্রলারটিতে প্রায় ১৫-২০ জন যাত্রী ছিল। অধিকাংশ যাত্রী সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও তিন যাত্রী নিখোঁজ ছিলেন। তাদের উদ্ধারে বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করেছে। নিখোঁজের তিন দিন পর গতকাল সকাল ৮টার দিকে ট্রলারডুবির ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে ওই লাশ তিনটি ভেসে ওঠে। লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর