রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে ভারত সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কামরুল হোসেন (৩৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার পূর্ব গোবড়াকুড়া সীমান্তে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়বা জানায়, ওই কৃষক বন্য হাতি তাড়াতে গিয়ে পিষ্ট হন। কামরুল উপজেলার পূর্ব গোবরাকুড়া গ্রামের আলী আকবরের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকরামুল হাসান খসরু জানান, ভারতের মেঘালয় থেকে আসা শতাধিক হাতির একটি পাল দীর্ঘদিন ধরে সীমান্তে অবস্থান করছে। শুক্রবার রাতে সীমান্ত পার হয়ে হাতির পাল বাংলাদেশে প্রবেশ করে ক্ষতি শুরু করে। এলাকাবাসী দলবদ্ধ হয়ে হাতি তাড়াতে যান। তবে দলছুট হয়ে কৃষক কামরুল ইসলাম সামনে চলে গেলে একটি হাতির পায়ে পিষ্ট হন। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালপুর বিট অফিসার ওয়ালিদ বিন মতিন জানান, বন আইন অনুযায়ী নিহতের পরিবার সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্ষতিপূরণ পাবে।

সর্বশেষ খবর