সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এ জয় বাঞ্ছারামপুরবাসীর : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ জয় বাঞ্ছারামপুর উপজেলাবাসীর। দেশবাসী উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে নৌকায় ভোট দিয়েছে। শেখ হাসিনার সরকার অতীতেও মানুুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে গেছে। বিএনপি-জামায়াতকে লাল কার্ড দেখিয়ে সর্বসাধারণ বিতাড়িত করে আওয়ামী লীগ সরকারের পক্ষেই রায় দিয়েছে। বাঞ্ছারামপুরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমাকে  নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেছে। আমি বাঞ্ছারামপুর উপজেলাবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাব। রবিবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণার পর বিজয়ী হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ভোটার ২ লাখ ৬৪ হাজার ৪০০ ৩৩ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৯২ হাজার ৯১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আমজাদ হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৬৬ ভোট। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল মুনসুর ফলাফল ঘোষণা করেন।

 

সর্বশেষ খবর