সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জাল ভোট দেওয়ার সময় আটক ৭

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া ও বাগাতিপাড়ায় গতকাল জাল ভোট দেওয়ার সময় সাতজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে বাগাতিপাড়া উপজেলার ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুজন, সাইলকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন, সিংড়া উপজেলার চককালিকাপুর কারিগরি স্কুল ও কলেজ কেন্দ্রে দুজন এবং রাকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুজন আটক হয়েছেন। আটকরা হলেন বাগাতিপাড়ার মাধববাড়িয়া গ্রামের মৃত মনতাজ প্রামাণিকের ছেলে মজিবর রহমান (২৪) ও মো. আলমের ছেলে আরিফুল ইসলাম (১৪), সাতসৈল গ্রামের কুতুব আলীর ছেলে ফাহিম হোসেন (১৭), সিংড়া উপজেলার ছোট কালিকাপুর গ্রামের আবদুস সালামের ছেলে আল আমিন (১৫), সিরাজুল ইসলামের ছেলে বায়েজিদ আলী (১৪ ), লালোর ইউনিয়নের মোহনপুর গ্রামের জাইফুলের ছেলে মো. রনি (১৫) ও বাবলুর ছেলে মো. বিশাল (১৬)।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আটকদের মধ্যে চারজনের ভোটার তালিকায় নাম নেই এবং দুজন অন্যের হয়ে কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। বাগাতিপাড়ার ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, আটকরা ভোটার নন। তারা অন্যের হয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর