সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আতঙ্ক না ছড়ালে আরও বেশি ভোট পড়ত : শামীম ওসমান

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে দিচ্ছিল না। এমন প্রায় হাজার হাজার ভোটার ব্যাক (ফেরত গেছে) করেছে। কিছু পোশাকের লোক অনৈতিক ডিমান্ড করেছে সেন্টারগুলোতে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করেছি। তিনি বলেন, গতকাল (শনিবার) রাতে ভোট কেন্দ্রে হামলা করেছে। নানা আতঙ্ক ছড়ানো হয়েছে। সাধারণ যারা মানুষ, তারা তো একটু ভয় পায়। এমন আতঙ্ক না ছড়ালে আরও বেশি ভোট পড়ত। গত রাতে বেসরকারি ফলাফলে বিজয়ী হওয়ার পর নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে গণমাধ্যম কর্মীদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, আমি আজ (গতকাল) সারা দিন কোথাও বের হইনি। সকালে কিছু ইবাদতে ছিলাম। তারপর কবরস্থানে ছিলাম। আব্বা-আম্মা-ভাইয়া এবং অন্য যারা আছেন, তাদের কবরে। পৌনে ৩টার সময় আদর্শ স্কুলে গিয়ে ভোটটা দেই।

সর্বশেষ খবর