মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জয়পুরহাটে রোহিঙ্গা তরুণীর বিয়ে

জয়পুরহাট প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া আশ্রয়শিবিরের এক রোহিঙ্গা তরুণীকে বিয়ে করেছেন জয়পুরহাটের আয়নাল হোসেন নামে এক যুবক। কালাই উপজেলার লকইর গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আয়নাল ওই গ্রামের আবদুল মোমেনের ছেলে। ওই রোহিঙ্গা তরুণীর নাম রুমা আক্তার। তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আয়েশা বেগমের মেয়ে। বিয়ের জন্য কাবিনের প্রয়োজনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে রুমার জন্মসনদ সংগ্রহ করা হয়েছে বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের একাধিক বাসিন্দা। সংশ্লিষ্টরা বলছেন, আইন অনুযায়ী বাংলাদেশির সঙ্গে সরাসরি রোহিঙ্গা নাগরিকের বিয়ে বিধিসম্মত নয়।

 

সর্বশেষ খবর