শিরোনাম
মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলা। সাহিত্য একাডেমির উদ্যোগে ডা. ফরিদুল হুদা স্মরণে রবিবার বিকালে শহরের শেরপুর মাঠে এ খেলার আয়োজন করা হয়। প্রায় হারিয়ে যাওয়া গুটিদাড়া খেলা দেখতে হাজার হাজার মানুষ জড়ো হন। খেলায় লাল ও সবুজ দলে ১১ জন করে খেলোয়াড় অংশ নেন। লাল দল টসে জিতে প্রথমে মাঠে নেমে ব্যাট করে নির্ধারিত সময়ে ১২ পয়েন্ট অর্জন করে। সবুজ দল নির্ধারিত সময়ের পাঁচ মিনিটের আগেই ১৩ পয়েন্ট অর্জন করে বিজয়ী হয়। দর্শকরা জানান, গুটিদাড়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। এ খেলা এক সময়ে জেলার গ্রামে গ্রামে হতো। কালের পরিবর্তনে খেলাটি হারিয়ে যাওয়ার পথে। খেলা দেখে আমরা খুব আনন্দ পেয়েছি।

 

সর্বশেষ খবর