মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় বসতঘর থেকে রবিবার রাতে হোসনে আরা (১২) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শিশুর মামা সরোয়ার বলেন, হোসনে আরার ভাই রাত ৮টার দিকে ঘরে গিয়ে দেখে বোন ফাঁস দিয়ে ঝুলছে। কেরানীগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বলেন, মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর