বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পাঁচ তক্ষক পাচারকারী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রাম থেকে গতকাল তিনটি তক্ষক উদ্ধার করেছে কচাকাটা থানা পুলিশ। পুলিশ এর সঙ্গে জড়িত পাঁচ পাচারকারীকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলো- মোজাম্মেল হক মজনু, আবুল কাশেম, মোর্শেদ আলম, রিয়াজুল ইসলাম লেবু ও শাহ্ আলম। তারা নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বলদিয়া ও পালপাড়া এলাকার বাসিন্দা। তাদের নামে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করে।

গতকাল ভোরে কচাকাটা থানার দক্ষিণ বলদিয়া গ্রামের পালপাড়া এলাকার পনির উদ্দিনের বাড়ির নেটের বাক্সে ভর্তি অবস্থায় সরীসৃপ প্রজাতির তক্ষক তিনটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বিরল প্রজাতির সরীসৃপের কালোবাজারে উচ্চমূল্য হওয়ায় চোরাইপথে ভারতের সীমান্তবর্তী এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে একটি চক্র।   উদ্ধার করা তক্ষক তিনটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর