বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

৪০ বস্তা সরকারি চাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় যমুনা নদীপথে অবৈধভাবে পাচারকালে ৩০ কেজি ওজনের ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল ধুনট উপজেলায় যমুনা নদীর ভান্ডারবাড়ি ঘাট এলাকা থেকে এসব চাল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। বস্তায় লেখা রয়েছে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’। খাদ্য অধিদফতরের লোগো সম্বলিত বস্তায় অনন্যা এন্টারপ্রাইজ, কে এম জুট ফাইবার লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে।

এসব চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচিসহ ভিজিডি ও ভিজিএফের সুবিধাভোগীদের মধ্যে বিতরণের কথা ছিল।     

বগুড়ার ধুনট থানার এসআই আবদুল মতিন জানান, চাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে ৪০ বস্তা চাল ছিল। তবে স্থানীয়রা জানিয়েছেন চাল সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার একটি ইউনিয়ন থেকে ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছিল।

এলাকাবাসী বলছেন, এসব চাল ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ঘাটে নৌকা থেকে নামিয়ে ভটভটি বোঝাই করছিল চক্রের সদস্যরা।

বগুড়ার ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর