রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ

মাদারীপুর প্রতিনিধি

বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে তৃতীয় দিনের মতো মাদারীপুর সদর এবং শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় দুই সহস্রাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘের মাদারীপুর জেলা শাখার স্বেচ্ছাসেবীরা এগুলো বিতরণ করেন। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুদ্দিন গিয়াস, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইন, বসুন্ধরা ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ মামুন প্রমুখ। আয়োজকরা জানান, দেশব্যাপী অসহায় মানুষের শীতের কষ্ট লাঘব করতে কম্বল বিতরণ করার উদ্যোগ নেয় দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এ উদ্যোগের অংশ হিসেবে গতকাল সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ও পশ্চিম রাস্তি আহমদিয়া দাখিল মাদরাসা মাঠ এবং দুপুরে শহরের মন্টারপুর এলাকায় কম্বল বিতরণ করা হয়। বিকালে শরীয়তপুর পৌর এলাকার কলোনি মাঠে ও নড়িয়া উপজেলার নরকলিকাতা এলাকার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৭ শতাধিক অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। কম্বল পেয়ে খুশিতে আপ্লুক হয়ে আম্বিয়া খাতুন (৭০) বলেন, ‘আমরা গরিব মানুষ। বসুন্ধরার লোকেরা আমারে কম্বল দিছে। এই শীতটা এখন ভালোই কাটব।’

সর্বশেষ খবর