রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সড়কে ধস, যান চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সড়কে ধস, যান চলাচল ব্যাহত

বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের পেয়ারপুর বাজার সংলগ্ন বিশাল অংশ নদীতে ধসে যাচ্ছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে সড়কটি পুরোপুরি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বরিশাল সদর উপজেলার কাউয়ারচর হয়ে আঞ্চলিক সড়কটি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দী, চরাদি দুধল, কবাই, নলুয়াসহ কয়েকটি ইউনিয়নের ওপর দিয়ে দুমকী উপজেলা হয়ে পটুয়াখালীর সঙ্গে সংযুক্ত হয়েছে। কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজার ও সংলগ্ন লঞ্চঘাট এলাকায় সড়কের বিশাল এলাকাজুড়ে ফাঁটল ধরে নদীতে ধসে পড়ার উপক্রম হয়েছে। পিচ ঢালাই সড়কটির বর্ষা মৌসুমের আগে সংস্কার করা না হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। স্থানীয়রা জানান, ভাঙনের মুখে পড়া সরু রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্য যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। তারা সড়কটি দ্রুত সংস্কার করে যান চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। কবাই ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম তালুকদার জানান, বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের পেয়ারপুর বাজার এলাকায় এক বছর আগে সড়ক ও জনপথ বিভাগ বালুভর্তি জিও ব্যাগ ফেলেছে। কিন্তু এতেও ভাঙন বন্ধ হয়নি। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জানান, বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। এ বিষয়ে পাউবোকে কিছু জানানো হয়নি। নদীভাঙন কবলিত ওই অংশ সংস্কারের দায়িত্ব সড়ক বিভাগের বলে তিনি জানান।

সর্বশেষ খবর