রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

ঝিনাইদহ প্রতিনিধি

ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা গতকাল ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা দেখতে বৈরী আবহাওয়া ও কনকনে শীত উপেক্ষা করে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে হাজির হয়েছে হাজারো মানুষ। রোমাঞ্চকর এ প্রতিযোগিতা ঘিরে আনন্দ মেলা ছিল বাড়তি আকর্ষণ। আয়োজকরা জানান, সদর উপজেলার গান্না ইউনিয়নে গতকাল ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নিয়েছে ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গার ১৫টি গরুর গাড়ি। সকাল থেকে শুরু হয়ে এ খেলা চলে সন্ধ্যা পর্যন্ত। খেলা শুরুর আগ থেকেই হাজার হাজার নারী, পুরষ, মহিলা ও শিশু মাঠে জড়ো হয়। খেলা উপলক্ষে বসে গ্রামীণ মেলা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঝিনাইদহ মহেশপুর উপজেলার মিয়ারাজ, দ্বিতীয় যশোরের জোড়াদাহের আলী আকবর ও তৃতীয় চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার গাঙ্গারাজপুরের সোহাদ হোসেন। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গান্না ইউপি চেয়ারম্যান আতিকুল হাসান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন।

সর্বশেষ খবর