রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আদালতে হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি

পিরোজপুর প্রতিনিধি

মাদক মামলায় পিরোজপুরে হাজিরা দিতে এসে আদালত চত্বর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি করে ফয়সাল নামের এক যুবক। চোরাই মোটরসাইকেলসহ একাধিক মামলার আসামি ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ। নিজ কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শরীফুল ইসলাম এ তথ্য জানান। ফয়সাল পিরোজপুর সদর উপজেলার কুমারখালীর ফারুখ শেখের ছেলে। পুলিশ সুপার জানান, গত বৃহস্পতিবার ফয়সাল হাজিরা দিয়ে ফেরার সময় আদালতে কর্মরত পুলিশ সদস্য মেহেদী হাসানের মোটরসাইকেল চুরি করে। তথ্য-প্রযুক্তি ও সিসি ক্যামেরার সহযোগিতায় ফয়সালকে শনাক্ত করা হয়। থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে গতকাল সকালে শহরের ছোট খলিশাখালী থেকে আসামিকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে সদর উপজেলার মূলগ্রাম থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর