রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অভিযানের দুই দিন পরই আবার ফসলি জমির মাটি কাটা শুরু!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মোবাইল কোর্ট পরিচালনার দুই দিন পরই আবারও শুরু করেছে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি। তবে এবার মাটি কাটছে সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত। ঘটনাটি সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ নদী এলাকায়। জানা যায়, ফসলি জমি থেকে মাটি কাটার খবর পেয়ে গত মঙ্গলবার সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটা বন্ধ করে। এ সময় তিনটি খনন যন্ত্র ও একটি ড্রেজার মেশিন আংশিক ধ্বংস করা হয়। অভিযানের দুই দিন পার না হতেই পুনরায় মাটি কাটার উৎসবে মেতেছে চক্রটি।

স্থানীয়রা জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর একটি চক্র গত বৃহস্পতিবার থেকে পুনরায় দিনের পরিবর্তে সারা রাত মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছে। রাতে মাটি কাটার ফলে খনন যন্ত্র (ভেকু মেশিন) ও মাটি টানার ট্রাক, ট্রলির বিকট শব্দে এলাকাবাসীর ঘুম হারাম হচ্ছে। রাতের আঁধারে বাড়ছে ট্রাক, ট্রলি ও খনন যন্ত্রসহ রাস্তায় চলাচল বিভিন্ন যানবাহনের দুর্ঘটনা।  সিরাজদিখানের ইউএনও সাব্বির আহমেদ বলেন, খুব দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর