রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ট্রেনে উঠতে গিয়ে পা হারালেন ব্যবসায়ী

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনে মালামাল উঠাতে গিয়ে পিছলে পা হারালেন আলাউদ্দিন (৪৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী। গতকাল সকালে উপজেলার বড়াল ব্রিজ রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আলাউদ্দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বলাইগাতী গ্রামের আজাহার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াল ব্রিজ রেল স্টেশনের সহকারী বুকিং মাস্টার শফিউল ইসলাম। ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক জানান, ভোরে ঈশ্বরদী থেকে আসা ঢাকাগামী মেইল ট্রেন বড়াল ব্রিজ স্টেশনে প্রবেশ করে। সকাল ৬টায় ট্রেনটি প্ল্যাটফরম ছাড়ার সময় ব্যবসায়ী আলাউদ্দিন দৌড়ে ট্রেনে মালামাল তুলছিলেন। এ সময় ট্রেনের সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পিছলে তিনি লাইনের ওপর পড়ে যান।

 

সর্বশেষ খবর