রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আবাদি জমির মাটি কেটে বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নন্দীগ্রামে আবাদি জমি ও পুকুর সংস্কারের নামে মাটি খনন করে বিক্রির অপরাধে জনৈক নুরুন নবীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নুরুন নবী উপজেলার ভাটগ্রাম এলাকার বাবলু মিয়ার ছেলে। গতকাল নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির জানান, উপজেলার বুড়ইল ও ভাটগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুকুর সংস্কারের নামে অবৈধভাবে এক্সেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে বিক্রয় সিন্ডিকেটের বিরুদ্ধে শুক্রবার অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। রিধইল মৌজায় অভিযানের সময় অপরাধীদের না পাওয়ায় জড়িত তিনজনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে থানায় মামলা হয়েছে। আসামি হলেন রিধইল এলাকার মৃত জয়েন উদ্দিনের ছেলে আবু জাফর, মোজাম হোসেনের ছেলে আতিকুল ইসলাম ও একাব্বর হোসেনের ছেলে ওবাইদুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় অপরাধীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে নুরুন নবীকে আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর