রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ডাকাত দলের চার সদস্য আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডাকাত দলের চার সদস্য আটক

ঠাকুরগাঁও সদর উপজেলায় ডাকাতির সময় হাতেনাতে এ চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার বেলতলা গ্রামের মোহাম্মদ রাজুর ছেলে হারুন ইসলাম (২০), একই গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ আনারুল (২৭), হরিনারায়ণপুর গোয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন ও আরজি পস্তমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বিপুল ইসলাম (২৪)। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক গতকাল বিকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, শনিবার ভোরে ঠাকুরগাঁও বিমানবন্দর এলাকার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ওপর কলাগাছ ফেলে ব্যারিকেড তৈরি করে রাখে ডাকাতরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর