রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পৌষ মেলা ও পিঠা উৎসব

গাজীপুর প্রতিনিধি

পৌষ মেলা ও পিঠা উৎসব

গাজীপুরের কাপাসিয়ায় দুই দিনব্যাপী পৌষ মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শুক্রবার সকাল থেকে শুরু হয়ে এ মেলা চলে গতকাল পর্যন্ত। উপজেলার তরগাঁও ইউনিয়নের লতাপাতা রউফ সিকদার কারিগরি মহাবিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর