সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সড়ক ধসে নদীতে যান চলাচল বন্ধ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সড়ক ধসে নদীতে যান চলাচল বন্ধ

দাউদকান্দিতে গোমতী নদীর ভাঙনের কবলে পড়েছে একটি সড়ক। গৌরীপুর-লালপুর সড়কের প্রায় ৩০০ মিটার ধসে নদীতে পড়েছে। শনিবার থেকে এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়া জানান, গোমতী নদীর তীর ঘেঁষে চলে গেছে গৌরীপুর-লালপুর সড়ক। প্রায় দুই সপ্তাহ আগে গৌরীপুর বাজারের পশ্চিমে মৌলভীখালপাড় গ্রামসংলগ্ন পাকা সড়কে ভাঙন শুরু হয়। ইতোমধ্যে ওই অংশে প্রায় ২৫০ মিটার ধসে পড়েছে। এ ছাড়া চরমাহমুদ্দি গ্রামের পাশে সড়কের আরও প্রায় ৫০ মিটার ধসে গেছে। আরও কিছু জায়গায় ফাটল ধরেছে। সড়কটি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ গৌরীপুর বাজার, হাসপাতাল ও জেলা সদরে যাতায়াত করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান নোমান মিয়া বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। উপজেলা প্রকৌশলী খন্দকার আফসার হোসেন বলেন, সড়কে ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর