সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সিজারিয়ান অপারেশন চার বছর বন্ধ

নীলফামারী মা ও শিশু কল্যাণ কেন্দ্র

নীলফামারী প্রতিনিধি

কেবল অ্যানেসথেসিয়া চিকিৎসকের অভাবে প্রায় চার বছর ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে নীলফামারী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। এতে প্রতি মাসে ১০-১২টি সিজারিয়ান অপারেশন হওয়ার কথা থাকলেও তা কগজে-কলমেই রয়ে গেছে। এতে সদর উপজেলার প্রায় ৪ লাখ মাতৃত্বকালীন রোগী সেবা বঞ্চিত হচ্ছেন। জানা যায়, গত চার বছরে দুই শতাধিক রোগী সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন থেকে বঞ্চিত হয়েছেন। পাশাপাশি বেসরকারি হাসপাতালে সেবা নিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারগুলো। এ ছাড়া এনএসভি ও লাইগ্রেশন বন্ধ থাকায় পরিবার পরিকল্পনা কার্যক্রমেও ভাটা পড়েছে। জেলার চারটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মধ্যে শুধু সৈয়দপুরে চিকিৎসক রয়েছে। দীর্ঘদিন ধরে চিলাহাটি ও মীরগঞ্জ কেন্দ্রে কোনো চিকিৎসক না থাকায় সব কার্যক্রম বন্ধ আছে। ছয় মাস আগে যোগদান করে মাঝেমধ্যে অফিসে এলেও দুই মাস থেকে নিরুদ্দেশ রয়েছেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক জি এম আরিফুর রহমান ও সামান্তা সেফিন। নীলফামারী পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. রোখসানা বেগম দুই চিকিৎসক অনুপস্থিতির বিষয় নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর