শিরোনাম
সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঘোড়া দিয়ে জমি চাষ

নওগাঁ প্রতিনিধি

ঘোড়া দিয়ে জমি চাষ

প্রাচীনকাল ধরে মালপত্র বহন ও মানুষের বাহনে ঘোড়া ব্যবহৃত হলেও কালের পরিক্রমায় তা বিলুপ্তির পথে। কিন্তু ঘোড়া দিয়ে জমি চাষ তেমন একটা দেখা যায় না। যান্ত্রিক ট্রাক্টরের যুগে গরুর হাল ঠিকমতো চোখে পড়ে না। আর সেখানে ধানের জমিতে গরুর বদলে ঘোড়া দিয়ে হালচাষ করছেন কৃষক রবিউল ইসলাম। তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের করমজাই গ্রামের বাসিন্দা। রবিউল জানান, জীবিকার তাগিদে ঘোড়া দিয়ে হালচাষের লক্ষ্য নিয়ে পাঁচ বছর আগে ১৪ হাজার টাকা দিয়ে ঘোড়া কিনেছিলেন। প্রতি বিঘা জমিতে ঘোড়া দিয়ে মই দিতে খরচ নেন ২০০ টাকা। দিনে প্রায় ৫ বিঘা জমিতে ঘোড়া দিয়ে মই দিতে পারেন। প্রতিদিন তিনি ১ হাজার টাকা করে আয় করেন। আমন আর ইরি-বোরো মৌসুম মিলে ঘোড়া থেকে আয় হয় ৬০ হাজার টাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর