মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। রবিবার রাতে ইয়ারপুর ইউনিয়নের নিশিচিন্তপুর এলাকার মান্নান মোল্ল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানান, ভোর রাতে বাড়ির জানালার গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেন। তারা আলমারি ভেঙে ২৮ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। আশুলিয়া থানার ওসি এফ এম সায়েদ বলেন, ডাকাতির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

সর্বশেষ খবর