রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কাল শুরু গোলপাতা আহরণ মৌসুম

৭ হাজার মেট্রিক টন আহরণের লক্ষ্যমাত্রা

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে আগামীকাল শুরু হচ্ছে গোলপাতা আহরণ মৌসুম, চলবে ৩১ মার্চ পর্যন্ত। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে দুটি গোলপাতা কূপ থেকে এ মৌসুমে ৭ হাজার মেট্রিক টন আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন বিভাগ। মৌসুম সামনে রেখে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন বাওয়ালীরা। রবিবার দিবাগত মধ্যরাতে বন বিভাগ থেকে পাস-পারমিট নিয়ে গোলপাতা সংগ্রহের জন্য সুন্দরবনের উদ্দেশে রওয়া হবেন তারা। মোংলা উপজেলার দক্ষিণ চরের বাসিন্দা বাওয়ালি মোজাম্মেল হাওলাদার জানান, ১৩ বছর ধরে সুন্দরবনে গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। মেংলার সোলায়মান, শরণখোলার বারেক ও একরাম জানান, গোলপাতা আগের মতো এখন আর চলে না। ভালো দামও পাওয়া যায় না। সবকিছুর দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে কষ্ট হয়। গোলপাতা ব্যবসায়ী লিটন বলেন, মানুষের কাছে গোলপাতা চাহিদা আগের মতো না থাকায় বিক্রি কমেছে। অনেকের আড়তে গতবারের পাতা এখনো রয়ে গেছে।  পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন অফিসার শেখ মো. আনিসুর রহমান বাওয়ালিরা যাতে নির্বিঘ্নে গোলপাতা কাটতে পারেন তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

সর্বশেষ খবর