রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দুর্বৃত্তের ছোড়া দাহ্য পদার্থে ঝলসে গেছে তিনজন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দুর্বৃত্তের ছোড়া দাহ্য পদার্থে ঝলসে গেছে তিনজন

বরিশাল সদর উপজেলার চর নেহালগঞ্জ এলাকায় দুর্বৃত্তের ছোড়া তরল দাহ্য পদার্থে এক দম্পতি এবং তাদের দেড় বছর বয়সী শিশুর শরীর ঝলসে গেছে। আহতদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ওই এলাকার রিয়াজ হাওলাদার, তার স্ত্রী খাদিজা বেগম এবং তাদের দেড় বছরের মেয়ে জান্নাতি। রিয়াজ জানান, স্ত্রী খাদিজা ও শিশুসন্তান নিয়ে শুক্রবার রাতে বিছানায় শুয়েছিলেন তারা। ৯টার দিকে ঘরের জানালা দিয়ে তাদের দিকে তরল দাহ্য পদার্থ ছুরে মারে দুর্বৃত্তরা। খাদিজার শরীরের পেছনের অংশ এবং জান্নাতি ও তার (রিয়াজ) মুখমন্ডলসহ বিভিন্ন স্থান ঝলসে যায়। প্রতিবেশীরা চিৎকার শুনে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল জানান, লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

সর্বশেষ খবর