রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চা-বাগানের কারখানায় ভয়াবহ আগুন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লাল চান্দ চা-বাগানের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। পুড়ে ছাই হয়েছে প্যাকিং গুদামে মজুত চা-পাতা, মেশিনসহ মালামাল। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, ভোররাতে লাল চান্দ চা-বাগানের কারখানায় আগুন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎস।

সর্বশেষ খবর