রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মা-ছেলে হত্যার ঘটনায় মামলা

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরের দিঘুলিয়া গ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তান হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত লাবণী খাতুনের ভাই শাহাদত হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য লাবণীর ভাতিজা শাহীন ও প্রতিবেশী মতিনকে আটক করেছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, কিছু ক্লু তারা পেয়েছেন সে মোতাবেক তদন্ত চলছে। গত শুক্রবার গোয়ালঘরে প্রবাসী আবদুর রশিদের স্ত্রী লাবণীর এবং গাছে ঝুলন্ত অবস্থায় ছেলে রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর