রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এক রাতে ১০ দোকানে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা বাজারের অপর্ণা সিনেমা হল মার্কেটে এক রাতে ১০টি গার্মেন্ট পণ্যের দোকানে চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত রিপন ড্রেস কর্নারের স্বত্বাধিকারী রিপন বিশ্বাস জানান, গতকাল সকালে দোকানে এসে তিনি দেখেন দোকানের শাটার বাঁকা এবং অর্ধেক উঠানো। সব মালামাল এলোমেলো, ক্যাশ বাক্সও খোলা। এ ছাড়া লামিয়া ফ্যাশন, আজমেরী ফ্যাশন, সাজিদ ফ্যাশন, বৈশাখী গার্মেন্ট, বর্নিল গার্মেন্ট, শাকিল ফ্যাশন, আর এম ফ্যাশন, বাদশা ডিজিটাল ড্রেস কর্নার, বেবি শপ দোকান থেকে ৩ লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর