রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নবজাতকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার জলপাইতলা বাজারের পাশে সেতুর নিচে আবর্জনার স্তূপ থেকে গতকাল অজ্ঞাত নবজাতকের (ছেলে) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। কাপাসিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, সেতুর নিচে কৃষি জমিতে কাজ করতে গিয়ে স্থানীয়রা নবজাতকের লাশ দেখতে পান। এলাকাবাসীর ধারণা, জন্মের পরই শিশুটিকে হত্যা করে কেউ ওই এলাকায় ফেলে দিয়েছে। কাপাসিয়া থানার এসআই রাশেদ মিয়া জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ খবর