সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অটো থেকে তুলে নিয়ে গার্মেন্ট শ্রমিককে দলবেঁধে ধর্ষণ

গ্রেফতার ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশা থেকে তুলে নিয়ে গার্মেন্ট শ্রমিক তরুণীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- পাকুন্দিয়া উপজেলার বীর পাকুন্দিয়ার কাউসার আহম্মেদ (২৪), জুবায়েদ হাসান শুভ (১৮) ও চর পাকুন্দিয়া গ্রামের তোফাজ্জল হোসেন রাজু (২৪)। পুলিশ জানায়, গাজীপুরের এক নারী গার্মেন্ট শ্রমিক (১৮) নিজ বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসে শনিবার বিকালে তারাকান্দি বাজারে ঘুরতে যান। সঙ্গে ছিলেন তার বন্ধু সাব্বির হোসেন (১৮), সাব্বিরের মামা সম্পর্কের অটোচালক হুমায়ুন কবির (২১) ও বন্ধু আশরাফ। স্থানীয় বখাটে কাউসার, জুবায়েদ হাসান শুভ, মেহেদী, হৃদয়, বাবু, তোফাজ্জল হোসেন রাজু ও ইয়াসিন অটোরিকশাটি জোর করে তারাকান্দি ফাজিল মাদরাসা মাঠে নিয়ে যায়। সেখানে মুক্তিপণ হিসেবে সাব্বিরের কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে অটোরিকশাসহ তরুণীকে আটকে রাখার হুমকি দেয়। বখাটেরা অটোচালক ও ভিকটিমের বন্ধু আশরাফকে মাদরাসার মাঠে রেখে ভয়ভীতি দেখিয়ে তরুণীকে পাশের পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। আশরাফ মুক্তিপণের টাকা সংগ্রহের কথা বলে কৌশলে থানায় এসে পুলিশকে জানায়। অভিযান চালিয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করে।

সর্বশেষ খবর