সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শিক্ষকের অপসারণ দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারের অপসারণ দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করেছে শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে এসএসসি পরীক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেয় বিভিন্ন শ্রেণির ছাত্রীরা। জানা যায়, প্রধান শিক্ষক শিউলি আক্তার বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। সবশেষ গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার্থীদের পূর্বনির্ধারিত বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠান উপলক্ষে আসা শিক্ষার্থীদের অনুষ্ঠানস্থলে ঢুকতে দেননি প্রধান শিক্ষক। পরে প্রতিবাদের মুখে ঢুকতে দিলেও পাঁচ মিনিট আলোচনার পরই অনুষ্ঠান শেষ করে দেন। এতে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা।

 

সর্বশেষ খবর