সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সাবেক উপজেলা চেয়ারম্যানসহ গ্রেফতার ৬

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রতিপক্ষকে ফাঁসাতে আপন ভাগ্নেকে হত্যার পরিকল্পনা করেন নালিতাবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি। তার পরিকল্পনায় গত বৃহস্পতিবার রাতে গলা কেটে হত্যা করে ভাগ্নে শাহ কামালকে (৩৫)। এ ঘটনায় সাবেক চেয়ারম্যান, তার ছেলে, স্ত্রী, ভাই এবং দুই ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে গত শনিবার বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম।  তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে ঘর থেকে স্থানীয় গড়াকুড়া বাজারের উদ্দেশে বের হন শাহ কামাল। গড়াকুড়া বাজার থেকে শাহ কামালকে ডেকে হাবিবুর রহমান হবির পরিত্যক্ত বাড়িতে পাঠান মস্তফা। সেখানে আগে থেকে অবস্থান করা সারোয়ার জাহান শান্ত ও রাহুল শাহ কামালকে চেপে ধরে। মস্তফা ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

 

সর্বশেষ খবর