সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাতে ১৫০ একর লবণ মাঠের পলিথিন কেটে দিয়েছে দুর্বৃত্তরা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় ১৫০ একর লবণ মাঠের পলিথিন রাতের আঁধারে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঢেমুশিয়া ইউনিয়নের পশ্চিম গান্ধী পাড়া এলাকায় শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গতকাল সকালে চাষিরা মাঠে গিয়ে পলিথিন কাটা দেখতে পান। এতে ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা। জমির মালিক সেকান্দর বলেন, স্থানীয় ৭২ জন লবণচাষিকে এই জমি বর্গা দেওয়া হয়। দেড় মাস ধরে এসব কৃষক লবণ উৎপাদনের উপযোগী করে তোলেন। কয়েকদিন আগে পলিথিন বসিয়ে লবণ পানি ঢুকানো হয়। লবণও তৈরি হচ্ছে। এ সময় দুর্বৃত্তরা দেড় শ একর জমির পলিথিন কেটে দিয়ে লবণ নষ্ট করে দেয়। এতে ৭২ জন কৃষক পুঁজি হারিয়ে পথে বসবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর