সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কেরানীগঞ্জে ফার্নিচার কারখানায় আগুন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জের রুহিতপুর বাজারে স্টিল কিং ফার্নিচার নামে একটি আসবাবপত্র তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফার্নিচার তৈরির মেশিনসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, ভোর ৫টা ৫০ মিনিটে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় দুটি ইউনিট। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, দোকানের ভিতরে কাঠের আসবাবপত্র ও বার্নিশের কেমিক্যাল থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সর্বশেষ খবর