শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মাজারের কমিটি গঠন নিয়ে বিরোধে খুন

বাবা-ছেলে আটক

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরে মাজারের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবদুুল আলীম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আলীম বড় গুয়াখড়া গ্রামের ইছাহাক সরকারের ছেলে। এ ঘটনায় জড়িত অভিযোগে বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। তারা হলেন- বড় গুয়াখড়া গ্রামের আফসার আলী ও তার ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান। স্থানীয় সূত্র জানায়, বড় গুয়াখড়া মাজার শরিফের কমিটি গঠন নিয়ে আফসার আলী গ্রুপের সঙ্গে আবদুল আলীমের বিরোধ চলছিল। মাজারের গেট ভাঙার কথা বলেছিলেন খোকন ও তার লোকজন। এতে নিষেধ করেন আলীম। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। ইউপি চেয়ারম্যান আজাহার আলী জানান, মাজারের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষে বিরোধ চলছে। এর জেরে হত্যাকান্ড ঘটেছে বলে শুনেছি। চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান, মামলায় দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর