শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৮

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৮

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গতকাল টমটম ও অটোরিকশার সংঘর্ষে বাবা- ছেলে নিহত হয়েছেন। এ ছাড়া মানিকগঞ্জ, রাজবাড়ী, গাজীপুর ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- কিশোরগঞ্জ : কুলিয়ারচরে টমটম ও অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। তারা হলেন- কুলিয়ারচর পৌরসভার নোয়াগাঁও বেপারীপাড়া এলাকার আকতার আলী (৩২) ও তার ছেলে আনাস (৭)। বিকালে কুলিয়ারচর পৌরসভার নোয়াগাঁও বেপারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ অটোরিকশা ও টমটমের দুই চালককে আটক করেছে। মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকার সামনে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘিওর উপজেলার তরা গ্রামের মিতু মিয়া ও আবদুল আহাদ (৫০)।রাজবাড়ী : ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের জমিদার ব্রিজ  এলাকায় দুপুরে বাসচাপায় আকবর আলী মল্লিক (৪৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করেন স্থানীয়রা। একই এলাকায় সন্ধ্যায় বাসচাপায় নিহত হয়েছেন রনি মন্ডল (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী। দুর্ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। টঙ্গী (গাজীপুর) : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় ডিউটি করতে আসার পথে বাসের ধাক্কায় হাসান নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আমির হামজা নামে এক এসআই। গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী  লেনে টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। সিরাজগঞ্জ : বৃহস্পতিবার শাহজাদপুরের মাদলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত কথামণি (১৩) মারা গেছে। গতকাল সকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে দুর্ঘটনায় মারা যান কথামণির মা মিতু বিশ্বাস ও বোন ইচ্ছামণি। এদিকে দুর্ঘটনায় ঘাতক বাসচালক আমিরুল ইসলামকে আটক ও বাসটিকে জব্দ করেছে পুলিশ।

চট্টগ্রাম : নগরীর পতেঙ্গায় টহল ভ্যানে পিকআপের ধাক্কায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে আউটার লিংক রোডের চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- পতেঙ্গা থানার সহকারী এএসআই আজিজুল হক, কনস্টেবল নজরুল ইসলাম, মশিউর রহমান ও সুজন খান। সিএমপি উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। অন্যদিকে, ফটিকছড়িতে চাঁদের গাড়ি এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাত যাত্রী আহত হয়েছেন। সকালে উপজেলার নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

 

সর্বশেষ খবর